ইয়েমেনে সৌদির দুই বাহিনীর সংঘর্ষে নিহত ৩

25

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী ঠিকানা এডেনে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রেসিডেন্টের রক্ষী দলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবারের এ সংঘর্ষে আরও নয় জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ সংঘর্ষ ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি সমর্থিত জোট বাহিনীর মধ্যে থাকা ফাটল প্রকট করলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সরকার একজোট হলেও ইয়েমেনের ভবিষ্যৎ প্রশ্নে তাদের মধ্যে বিরোধ আছে।
গত সপ্তাহে এডেনে ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণাঞ্চলের কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর দুপক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলের একজন প্রভাবশালী কমান্ডারও আছেন। বুধবার এডেনের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ওই নিহত কমান্ডারের ও সৈন্যদের জানাজা অনুষ্ঠিত হয়। এখানে জড়ো হওয়া বিচ্ছিন্নতাবাদীদের কয়েকশত সমর্থক সরকারবিরোধী শ্লোগান তোলার পর প্রেসিডেন্টের রক্ষীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়।