ইয়েমেনে সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩২

23

ইয়েমেনে একটি সামরিক কুচকাওয়াজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বন্দরনগরী এডেনের ওই কুচকাওয়াজে হামলার দায় স্বীকার করেছেন দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। হুথিদের হাতে চার বছর আগে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর এই এডেন নগরীতেই সরকারের প্রধান কার্যালয়গুলো স্থাপন করে ইয়েমেনের সৌদি-আমিরাত সমর্থিত সরকার। নিজেদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে হামলার দায় স্বীকার করে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, ওই কুচকাওয়াজ থেকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল সরকারি বাহিনী।
ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে সরকারি বাহিনীর একজন কমান্ডারও রয়েছেন। হুথি বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দলের বৈঠকের দুই দিনের মাথায় এ হামলা চালানো হলো। মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠককে স্বাগত জানিয়েছিল হুথিরা।