ইয়ূথ কয়ারের পিঠা উৎসব

35

বাঙালীর নবান্ন উৎসব, পিঠা উৎসব, বাঙালী উৎসব তখনকার দিনে একটি আনন্দ মুখর দিন ছিল। একটি নির্দিষ্ট দিনে এই উৎসব হতো। ১৯৮৫ সালে পিঠা শিল্পকে জনপ্রিয় করে তোলার জন্য আগ্রাবাদ পার্বন হোটেলে ইয়ূথ কয়ারের আয়োজনে প্রথম পিঠা উৎসব হয়েছিল, তখন থেকে এই পিঠা একটি শিল্প হিসেবে গড়ে উঠেছে এখন এই পিঠা তৈরী করে অনেক পরিবার চলছে। আজকের পিঠা উৎসব তার জলন্ত প্রমাণ। প্রধান কেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পিঠা উৎসব উদ্ভোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে চসিক নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক উপরোক্ত বক্তব্য রাখেন। বিশিষ্ট সমাজসেবক নিরোজ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানর স্বাগত বক্তব্য রাখেন কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বনিক, মো. জানে আলম, নাসিমা বেগম, জিন্নাত আরা, আফরোজা ফারিয়া, তানিয়া সুলতানা, অর্পিতা তালুকদার মিশু, খুশবোই জান্নাত নাহিয়া, তোহফাই জান্নাত সানিয়া, ফরিদা ইয়াসমিন, সাবরিনা আহাম্মদ, লাকি আক্তার কেয়া, শারমিন আক্তার, ইয়াসমিন আক্তার,তাসমিন লায়লা, জেনি দাশ, ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, স্বপন সেন, এনাম, সামিউল হাসান রুমন। উপস্থিত ছিলেন মো. মুরাদ, মো. সালাউদ্দীন, স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত ভট্টাচার্য দোলন। বিজ্ঞপ্তি