ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ

35

ওয়াইকেবি ফ্রেন্ডশীপ ও ডায়নামিক ফুটবলের জয়। ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের ১ম খেলায় ওয়াইকেবি ফ্রেন্ডশীপ ক্লাব ২-১ গোলে নির্বাণকে পরাজিত করে। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এই খেলায় ওয়াইকেবি ফ্রেন্ডশীপ ক্লাবের পক্ষে গোল করে কনক বড়–য়া ও বাধন বড়–য়া।
দিনের ২য় খেলায় ডায়নামিক ফুটবল অ্যাকাডেমি ২-১ গোলে ফৌজদার হাট ফুটবল অ্যাকাডেমিকে হারায়। ডায়নামিক ফুটবল অ্যাকাডেমির পক্ষে মো. সাজিদ হোসেন ও রমেশ এবং ফৌজদার হাট ফুটবল অ্যাকাডেমির পক্ষে কামরুল হোসেন একটি করে গোল করেন। আজ প্রথম খেলায় আবদুস সোবহান ফুটবল দল ও রাইডাস ফুটবল ক্লাব (২টা) এবং ২য় খেলায় আর্বতন গোষ্ঠী ও চট্টগ্রাম ইডেন স্টান ক্লাব (৩.৩০টা) প্রতিদ্ব›িদ্বতা করবে। বিজ্ঞপ্তি

৪৮তম গ্রীষ্মকালীন
উপ-অঞ্চলের ক্রীড়া
আজ শুরু

চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শুক্রবার চট্টগ্রাম নগরীতে শুরু হচ্ছে। চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল মাঠে কাবাডি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে ফুটবল এবং চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হবে।
নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও স্বাগতিক চট্টগ্রাম তিনদিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উপ-আঞ্চলিক কমিটির সভাপতি ও মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক হোসনে আরা বেগম ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ছেন। বিজ্ঞপ্তি