ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক সন্ধ্যা

15

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা গত ১২ ফেব্রæয়ারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরীর (অব.) স্বাগত বক্তব্যের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, ইস্পাহানি পরিবারের সুযোগ্য নেতৃত্বে দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠান চলে আসছে। এ প্রতিষ্ঠানের অবকাঠামো আন্তর্জাতিক মানে আধুনিকায়নে ও শিক্ষার গুণগত মান উন্নয়ন ইস্পাহানি পরিবারের অক্লান্ত পরিশ্রম ও দিকনির্দেশনা শিক্ষা ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। অতিথি ছিলেন মির্জা সালমান ইস্পাহানির সহধর্মিণী শিরিন ইস্পাহানি ও বিশেষ অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানি।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষের সহধর্মিণী তৌহিদা ইসলাম, এম এম ইস্পাহানি লিমিটেডের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষবৃন্দ, বর্তমান ও অতীত গভর্নিং বডির সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ, কলেজ ও স্কুল শাখার একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে পাঁচ হাজারেরও অধিক অংশগ্রহণকারীর মাধ্যমে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। বিজ্ঞপ্তি