ইস্তানবুলের ৩১ জেলায় এরদোয়ানের ভোট পুনর্গণনার আবেদন খারিজ

33

ইস্তানবুলের ৩১ জেলার সব ভোট পুনর্গণনা করতে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্কের উচ্চপর্যায়ের নির্বাচনি কর্তৃপক্ষ (হাই ইলেকশন বোর্ড)। মঙ্গলবার বোর্ডের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।তুরস্কে গত ৩১ মার্চ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের দল ক্ষমতাসীন একে পার্টি। রাজধানী আংকারার পাশাপাশি দেশের বৃহত্তম শহর ও উসমানীয় খিলাফতের রাজধানী ইস্তানবুলেও পরাজিত হয়েছেন রক্ষণশীল একে পার্টির প্রার্থীরা। দুই শহরেই বিজয়ী হয়েছে বিরোধী দল কামাল আতাতুর্কের সিএইচপি। ইস্তানবুলে সামান্য ব্যবধানে জয় পেয়েছেন বিরোধীরা। তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও মেয়র পদে বিজয়ী হয়েছে সিএইচপি। প্রায় ১৬ বছর ধরে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ানের একে পার্টির জন্য এ ফল স্পষ্টতই অস্বস্তিকর হয়ে ওঠে।
ইস্তানবুলে বিরোধীরা সামান্য ব্যবধানে জয় পাওয়ায় সেখানে বিভিন্ন পর্যায়ে ভোট পুনর্গণনার অনুরোধ জানাচ্ছে একে পার্টি। তুরস্কের প্রেসিডেন্ট ও একে পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোয়ান সোমবার অভিযোগ করেছেন, ইস্তানবুলে পূর্বপরিকল্পিতভাবে ভোট জালিয়াতি হয়েছে। এরদোয়ানের দাবি, তার দল নির্বাচনে অনিয়মের ঘটনা উন্মোচন করতে সক্ষম হয়েছে। ১ কোটি জনসংখ্যার শহর ইস্তানবুলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৫ হাজারেরও কম।