ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে রথযাত্রার স্বেচ্ছাসেবক সম্মেলন

286

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর আয়োজনে ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে গত ২৮ জুন শুক্রবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হল স্বেচ্ছাসেবক সম্মেলন। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রথযাত্রা উৎসব ও ১২ জুলাই উল্টো রথযাত্রা। ৯ দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে সফল করার উদ্দেশ্য স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী প্রতিনিধিগণ দৃঢ়চেষ্ট হন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন সিএমপি, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার।
তিনি বলেন, “ইস্কনের রথযাত্রা অন্যতম বৃহৎ উৎসব। এই রথযাত্রাকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সফল করা প্রত্যেকের দায়িত্ব।” এছাড়া আরো উপস্থিত ছিলেন বাবু মিলন কান্তি শর্মা, উপদেষ্টা রমনা কালী মন্দির, ঢাকা, বক্তব্য রাখেন -রানাদাশ গুপ্ত ,সাধারণ সম্পাদক , জাগো হিন্দু পরিষদ; দোলন শর্মা ,সনাতন বিদ্যার্থী সংসদ; অজিত কুমার শীল , সভাপতি -সারদাঞ্জলি ফোরাম, চট্টগ্রাম ; জুয়েল বাবু, সাংগঠনিক সম্পাদক, জাতীয় হিন্দু মহাজোট,চট্টগ্রাম। শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, রূপেশ্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, সিংহগ্রীব গৌর দাস, ব্রজেশ্বর গোপাল দাস, সুহৃদ গৌরাঙ্গ দাস,উজ্জ্বল নীলাম্বর কৃষ্ণ দাস, পাÐব গোবিন্দ দাস,রুপ রামানন্দ দাস, কিশোর শ্যাম দাস, প্রভুকৃপা দাস, সুচারু কৃষ্ণ দাস, উত্তমানন্দ নিতাই দাস,প্রাণকৃষ্ণ দাস, গোপাল ভট্ট দাস, সুহৃদ গৌরাঙ্গ দাস অনুপ বৈদ্য সহ আরো অনেকে। অনুষ্ঠানে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক ও শোভাযাত্রায় অংশগ্রহণকারী শতাধিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি