ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে অন্নক‚ট মহোৎসব উদ্যাপিত

213

গত ১৮ নভেম্বর চট্টগ্রাম ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধনের অন্নকূট মহোৎসব এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, সমগ্রবিশ্বে সনাতন ধর্ম প্রচারক শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪৩তম তিরোভাব তিথি উদ্যাপিত হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভোরে ভগবানের মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এবং বৈষ্ণবীয় বিভিন্ন ভজন, কীর্তন, ভোগদর্শন আরতি অনুষ্ঠিত হয়। সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত হয়ে ভগবান জগন্নাথ ও শ্রীশ্রী গিরিগোবর্ধন-অন্নকূটের রাজভোগের অপ্রাকৃত দর্শন লাভ করেন। বেলা সাড়ে ১১টায় গাভীপূজা হয়। ১২টা ৪৫ মিনিটে শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ অন্নকূটের অপ্রাকৃত মহিমা সমন্বিত প্রবচন প্রদান করেন। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বেলা ১.৩০ মিনিটে ইসকনের প্রচার বিভাগ ‘ইসকন ইয়ুথ ফোরাম’ এর উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তা প্রদান করেন ইসকন জিবিসি, সন্ন্যাসী শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রীমৎ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন পুনে মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রাধেশ্যাম দাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক ও প্রচার কো অর্ডিনেটর শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। অতিথি ছিলেন চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রবর্তক সংঘের সদস্য শ্রীযুক্ত ইন্দুনন্দন দত্ত। স্বাগত বক্তব্য দেন শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। বিজ্ঞপ্তি