ইস্কনের অন্নকূট উৎসব

751

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম আয়োজিত নন্দনকাননস্থ ইস্কনের বিভাগীয় প্রধান কার্যালয় রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম প্রাঙ্গণে ৩১ অক্টোবর ও ৪ নভেম্বর গিরি গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪২ তম তিরোভাব তিথি ও গোপাষ্টমী মহোৎসব উদ্যাপিত হয়। ইস্কনের সিনিয়র সহ সভাপতি গোস্বামী মহারাজের পৌরহিত্যে এবং নন্দনকানন ইস্কন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে মহোৎসবে আর্শিবাণী প্রধান করেন ইস্কনের অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, বিনয় স্বামী মহারাজ, স্বাগত বক্তব্য দেন পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মহোৎসবে প্রধান অতিথি ছিলেন সুকুমার চৌধুরী, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক বিমল দে, মহানগর পূজা কমিটির সভাপতি এড. চন্দন তালুকদার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, চসিক কাউন্সিলর নিলু নাগ, জন্মাষ্টমী পরিষদের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এড. তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ,সুমন দাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইস্কন নন্দনকানন মন্দিরের সহ-সভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, তারন নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুবল সখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী, শেষরুপ দাস ব্রহ্মচারী, সত্যতীর্থ দাস প্রমুখ। বিজ্ঞপ্তি