ইসির তিন ডাটা এন্ট্রি অপারেটর রিমান্ডে

24

চট্টগ্রাম নির্বাচন কমিশন (ইসি) অফিসের তিন ডাটা এন্ট্রি অপারেটরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভোটার করার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তারা।
রিমান্ড প্রাপ্তরা হলেন, কোতোয়ালী থানার ডাটা এন্ট্রি অপরেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদ এবং ডবলমুরিং থানার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই তিন জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।