‘ইসলামে সুন্নীয়তের মর্যাদা রক্ষা করতে হবে তরুণ সমাজকে’

182

মহান রবিউল আউয়াল বিশ্ব নবী রহমতাল্লিন আলামীন (দ.) নিখিল বিশ্বে শুভাগমন উপলক্ষ্যে আমীনে মিল্লাত, কুতুবে ওয়াক্ত, ফকিহে বাঙাল, পীরে কামেল, মুফতি আল্লামা শাহ্ ছুফী আলহাজ্ব কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ:) প্রতিষ্ঠিত হযরত বায়েজীদ বোস্তামী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী ঈদ-এ-মিলাদুন্নবী (স.) সমাবেশ-২০১৯ এর সমাপনী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন- অশান্ত পৃথিবীতে শান্তির দূত হয়ে হযরত মুহাম্মদ (স.) শুভাগমন মুসলিম জাহানের জন্য নেয়ামত স্বরুপ। ইসলামের মধ্যে মুনাফেকদের মাধ্যমে সৃষ্টি মতবাদকে বাতিল করে তরুণ সমাজকে ইসলামের সুন্নীয়তের সুনাম মর্যাদা রক্ষার্থে সকলকে যার যার অবস্থান থেকে ঈমানী দায়িত্ব পালন করতে হবে। এতে সভাপতিত্ব করেন জা’নশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আ’লা হযরত, পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশের সভাপতি ও কুলগাঁওস্থ আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (ম.জি.আ.)। কাযী সাজেদুর রহমান হাশেমী’র পরিচালনায় বেলাদতে মোস্তফা (দ.) এর উপর অলৌকিক ঘটনাবলির বর্ণনাসমূহের নির্ভরযোগ্যতা এবং ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র পালনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন-জা’নশীনে ফকিহে বাঙাল, খলিফায়ে তাজুশ শরীয়াহ্ পীরে তরীকত হযরতুলহাজ্ব আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.)। নামাজ ও মাজহাব মানার গুরুত্ব এবং হানাফী মাজহাবের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেন-লালিয়ারহাট কাজীপাড়া জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আল কাদেরী। মদিনা সনদ ও আদর্শ ইসলামী রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করেন-শেরশাহ কলোনী বায়তুল মোর্কারাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ আমিনী। এসময় উপস্থিত ছিলেন- মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের আহব্বায়ক খোরশেদ আলম মোত্তাওয়াল্লী, সদস্য সচিব আলহাজ সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান খাদেম, আলহাজ আব্দুর রহমান সওদাগর, ফজলুর রহমান সওদাগর, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী আলহাজ ফরিদ আহমদ চৌধুরী, সদস্য সচিব আলহাজ্ব এম.এ আউয়াল সওদাগর, মাওলানা মুহাম্মদ মোখতার, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবুল হোসেন, হযরতুলহাজ মাওলানা বশির আহমদ জেহাদী, মাওলানা হেমায়ত, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা হাসান, মাওলানা হাবিব এলাহী প্রমুখ। অনুষ্ঠানে খতমে কোরআন মাজিদ, খতমে শেফা, ছালাতু ছালাম ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (ম.জি.আ.)। বিজ্ঞপ্তি