ইসলামের নামে মানুষ হত্যা মেনে নেয়া যায় না

57

ইসলামের নামে ত্রাস ও বিভীষিকা সৃষ্টিকারী জঙ্গিবাদি সহিংসতার বিপরীতে একটি উদার শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মুসলিম বিশ্বের নেতৃত্বকে এগিয়ে আসার আহব্বান জানানোর মধ্য দিয়ে গত ১৩ মার্চ লালদীঘি মাঠে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের তাফসীরুল কুরআন মাহফিল শেষ হয়েছে। আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর সভাপতিত্বে তাফসীর পেশ করেন গহিরা এফ কে জামেউল উলুুম কামিল মাদ্রাসার প্রধান মুফাস্সের আল্লামা ইউনুচ রজভী ও কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসার প্রভাষক মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। আল্লামা নূরী বলেন, ইসলাম মানেই শান্তি ও সম্প্রীতি। ইসলামের নামে অরাজকতা সৃষ্টি করে নিরীহ মানুষের জান-মাল বিপন্ন করার সুযোগ নেই। ইসলাম যেখানে আত্মহত্যাকে পর্যন্ত অনুমোদন দেয় না, সেখানে ইসলামের কথা বলে নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা কিছুতেই মেনে নেয়া যায় না। প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ও শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ নুরুল হক। মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন গোলামুর রহমান আশরফ শাহ্, ড. মাসুম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ সেলিম, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, যুন নুরাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিয়া জুনায়েদ, আব্দুল কাদের রজভী, এনাম রেযা, দেলওয়ার হোসেন জালালী, পীরজাদা সৈয়দ আরিফ বিল্লাহ রাব্বানী, আবু বকর আনসারী, নাছির উদ্দিন মাহমুদ, মওলানা ইয়াছিন হায়দারী, মাওলানা মাহফুজুর রহমান, আলহাজ¦ মুসা সওদাগর, মাওলানা নুরুল্লাহ রায়হান খাঁন, ছাত্রনেতা নিজামুল করিম সুজন, ছাত্রনেতা ফরিদুল ইসলাম, মাওলানা মুজিবুল হক, আলহাজ্ব জহির সওদাগর, মাওলানা জাহাঙ্গীর রজভী, মুহাম্মদ হাসান, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, এস.এম ইকবাল বাহার চৌধুরী, মুহাম্মদ রাহাত, মাওলানা খাইরুল আমিন চিশতি, মুহাম্মদ হোসাইন, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা সিরাজুল মোস্তাফা, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ শফি, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ আব্দুল করিম সেলিম, মুহাম্মদ ফরিদুল আলম, হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, মুহিব্বুল্লাহ সিদ্দিকী, মাওলানা নেয়ামত উল্লাহ, মুহাম্মদ ইদ্রিচ, মুহাম্মদ মিজানুর রহমান, শায়ের এনামুল হক, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ রায়হানুল ইসলাম, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ ওসমান, শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন, শায়ের ছালামত রেযা, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মাহফুজ, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ জাহেদ প্রমুখ। শেষে দেশ-জাতির সমৃদ্ধি, কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানুষের শান্তি কামনায় মুনাজাত করা হয়। খবর বিজ্ঞপ্তির