ইসলামী সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভা

33

ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইমাম আ’যম আবু হানিফা (র.) ইসলামী সাংস্কৃতিক ফোরামের ব্যবস্থাপনায় ইমাম আ’লা হযরত ও অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা (র.) স্মৃতি পাঠাগারের সহযোগিতায় ১৪৪১ হিজরি নববর্ষ আগমণ উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা, স্বাগত র‌্যালি, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও সদস্য সচিব শায়ের মুহাম্মদ শাহ্আেলম কাদেরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় মহাসচিব ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের পীরে তরিক্বত হযরতুলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা। এতে প্রধান বক্তা ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি নারায়ণহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুর সবুর নঈমী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মুহাম্মদ আবু বকর হোসাইনী, ইসলামী ফ্রন্ট ভুজপুর থানার সভাপতি কাজী মুহাম্মদ ওসমাণ গণী হোসাইনী, মুহাম্মদ শাহরিয়াত সিদ্দিকী, মুহাম্মদ শাহজালাল, হাফেজ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামী, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক, মুহাম্মদ হোসেন চৌধুরী, হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন রিজভী, যুবনেতা মুহাম্মদ মামুন, মুহাম্মদ আবুল ফয়েজ, মুহাম্মদ আবুল হোসাইন, শায়ের মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মাদ রাইয়ান, মুহাম্মদ ওয়াহিদ ও মুহাম্মদ তাজ উদ্দিন রেজভী। বক্তারা পহেলা মহররম হিজরি নববর্ষের দিন সরকারি ছুটি ঘোষণা, রাষ্ট্রীয় আয়োজনে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিজরি নববর্ষ পালনের উদ্যোগ নেয়া, চট্টগ্রামের ডিসি হিল সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য সারা বছর উন্মুক্ত রাখা, মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেয়া এবং পর্নোগ্রাফি-মুক্ত আকাশ সংস্কৃতি ঠেকাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান। বক্তারা আরো বলেন, প্রযুক্তির অবাধ বিকাশ জাতীয় ও জনজীবনে যথেষ্ট গতিশীলতা আনলেও যুব সমাজ তা ইতিবাচকভাবে রপ্ত না করে প্রযুক্তির অন্ধকার গলিতে ঢুকে নিজেদের সম্ভাবনা ও শক্তির বিনাশ ঘটাচ্ছে। দেশের কোটি তরুণ আজ বেকার। অনেকেই আজ মাদকাসক্ত এবং জঙ্গিবাদে লিপ্ত। বেকার কুপথে পরিচালিত এই যুব সমাজের কারণে দেশের অগ্রগতিও থমকে দাঁড়িয়েছে। বক্তারা ১৪৪১ বর্ষ বরণকে স্বাগত জানিয়ে বুনিয়াদি ইসলামী সংস্কৃতির আরো প্রসার ঘটাতে হবে বলে উল্লেখ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুজপুর পাঠাগারের আহবায়ক হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ শাহাজাহান, মুহাম্মদ নাঈম উদ্দীন, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ সাহেদুল ইসলাম, মুহাম্মদ ফারুক হোসেন, মুহাম্মদ এরশাদ উল্লাহ, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ ফজল করিম, মুহাম্মদ তারেক, মুহাম্মদ জমিরুল হাছান, হাফেজ মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ রাইয়ান, মুহাম্মদ মহিনুল করিম মাসুদ, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ জিদান শিকদার, হাফেজ মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ আমিরুল হাছান, মুহাম্মদ এহসান, চৌধুরী মুহাম্মদ সাকিব, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মুহাম্মদ নিয়াজুল নাঈম, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ আশিক, শায়ের ওসমান, শায়ের আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি