ইসলামী ব্যাংক লিমিটেড কেরানীহাট শাখার উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

73

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মো. জি এম গিয়াস উদ্দিন কাদের বলেছেন, ইসলামী ব্যাংক শুধুমাত্র সুদমুক্ত একটি ব্যাংক ব্যবস্থার নাম নয়। এটি দেশ এবং দেশের মানুষের কল্যানে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করে। আজকের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা সামগ্রী উপহার তারই ধারাবাহিকতা মাত্র। তিনি গত শনিবার ইসলামী ব্যাংক লিমিটেড কেরানীহাট শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য-সদস্যাদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা দেশের যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ায়। মেধাবী শির্ক্ষাথীদের সহায়তা করি তা নয়, আরো অনেক সেবামূলক কর্মকান্ডের সাথে ইসলামী ব্যাংক জড়িত। তাই তিনি বাংকিং ক্ষেত্রে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। কেরানীহাট শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, রসুলাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক সাংবাদিক মামুন মোহাম্মদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিল রৌশন খানম, মো. নুরুল আলম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, শারমিন আকতার প্রমুখ। অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীণ শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন।