ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার নবগঠিত পরিষদের সমাবেশ

64

ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার নবগঠিত পরিষদের অভিষেক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগস্ট একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান। তিনি বলেন, বিশ্বের মানুষ আজ অধিকার বঞ্চিত। কেউ দেশ ছাড়া, কেউ রাষ্ট্রীয় মর্যাদা হারা, কেউ আবার ভোটাধিকার হারা, আমাদের দেশের মানুষ আজ ডেঙ্গুতে আক্রান্ত। জাতীয় এই চরম মুহুর্তে মানবতার মুক্তির দিশারী মহানবী (দ.) এর ওয়ারিছ, সুন্নী ওলামা মশায়েখ এর সম্বিলিত অবস্থান এবং প্রয়োজনীয় পদক্ষেপ তথা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে আবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার বাস্তব ভূমিকা পালন করার অনুরোধ করেন। দক্ষিণ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যপক্ষ আবুল মনছুর দৌলতীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাফেজ আহমদ আল কাদেরীর সঞ্চালনায় সমাবেশ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উদ্বোধক কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী। প্রধান বক্ত ছিলেন সংগঠনের সচিব এম এ মতিন। বিশেষ বক্তা ছিলেন মূফতি হারুনুর রশিদ। সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যক্ষ মূফতি আহমদ হোসাইন আল-কাদেরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শামুনুর রশিদ আমিরী, জোহাদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুহিবুল্লাহ হাশেমী, শুকছড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন এনামুল হক, জাহাগীরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন খাজা মোবারক আলী, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সহসভাপতি, মাস্টার আবুল হোসাইন, সহ সাধারন সম্পাদক আলী হোসাইন, বড়লিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা আছরারুল হক আনোয়ারী, দক্ষিণ জেলার যুব সেনার সভাপতি মাস্টার কামরুদ্দিন, ছাত্রসেনা দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, অধ্যক্ষ আহমদ কবীর, অধ্যক্ষ মুফিজুর রহমান, হারুনুর রশীদ, অধ্যক্ষ কাজী বদরুজমান নঈমী প্রমুখ। পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার মুহাম্মদ পেয়ারুর মুনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্ত হয়।