ইসলামী ছাত্রসেনার উদ্যোগে শহিদ হালিম দিবস উদ্যাপন

119

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ ছাত্রনেতা শহীদ আব্দুল মোস্তাফা হালিমের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী ১০ জুলাই শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানের মত শহীদের নিজ বাড়ি রাউজানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিন) এর উদ্যোগে পালিত হয়েছে। এদিন তার স্মরণে দেশের বিভিন্নস্থানে ছাত্রসেনাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়াও শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্র, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ রাউজানের দেওয়ানপুর গ্রামে তার মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করার জন্য ছুটে আসে। ছাত্রসেনা রাউজান উপজেলা (দক্ষিণ) কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মাজারে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরাআন, দোয়া মাহফিল ও মাজার জিয়ারত।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় শহিদের কবরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার পক্ষ হতে প্রথমে পুষ্পস্তক অপর্ণ করা হয়। পরবর্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান দক্ষিনের সভাপতি ছাত্রনেতা রবিউল হোসাইন সুমনের নেতৃত্বে রাউজান উপজেলা (দক্ষিণ), রাউজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয়, রাউজানের আওতাধীন কদলপুর, বাগোয়ান,পাহাড়তলি, পুর্বগুজরা, পশ্চিম গুজরা, নোয়াপাড়া ও উরকিরচর ইউনিয়ন ছাত্রসেনার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এই সময় উপস্তিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সোহেল তালুকদার, ছাত্রসেনা রাউজান দক্ষিণের সহ-সভাপতি রুবেল হুসাইন, সাংগঠনিক এনামুল হক মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান করিম রাব্বি, হাফেজ হাসান ইমাম, মোজাম্মেল হোসেন, ইমতিয়াজ আহমেদ রেজা, মুহাম্মদ রফিক, আনিসুল মোস্তফা, আজিজুর রহমান, সাইফুল ইসলাম আদর,মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ মিরাজ প্রমুখ। উল্লেখ্য, ১৯৮০ সনের ১০ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার তৈয়্যবীয়া অদুদিয়া মাদ্রাসায় শিবির ক্যাডার মাহমুদ ছুড়ি দিয়ে আব্দুল মোস্তাফা হালিমকে নির্মমভাবে জবাই করে হত্যা করে।