ইসলামী ছাত্রসেনার অনুগামী সম্মেলন

70

তরুণরা হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধানতম অনুঘটক। তারুণ্য শক্তির মাধ্যমেই গোটা পৃথিবীর আমুল পরিবর্তন সম্ভব। এদেশের মোট জনসংখ্যার প্রায় ২ কোটি তরুণকে বাদ দিয়ে একটি দেশ গঠন অচিন্তনীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের সম্ভাবনাময়ী এ যুব ও তারুণ্য শক্তি বিবিধ সহিংস কর্মকান্ড, অপরাধ প্রবনতা তথা মাদকাসক্তির সাথে জড়িয়ে পড়ে সামাজিক শান্তি ও শৃংখলা বিনষ্ট করছে প্রতিনিয়ত। তাই দেশের সম্ভাবনাময়ী তরুণ ও যুব সমাজকে শক্তি ও সম্পদে পরিবর্তন করতে হলে রাষ্ট্রকে কর্মসংস্থান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করতে হবে। উপরন্তু একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি দক্ষ, প্রশিক্ষিত ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার কোন বিকল্প নেই। ইসলামী ছাত্রসেনার উদ্যোগে গত ৩০ মার্চ শনিবার সকাল ১০টায় জামালখাঁনস্থ অভিজাত কমিউনিটি সেন্টার এক্সক্লুসিভ কনভেনশন হলে অনুষ্ঠিত অনুগামী সম্মেলনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা সভাপতি এম এম নাঈম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আলহাজ এম আবু নাছের তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রেজভী। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন, হাফেজ মাওলানা আমিন, এইচ এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এম রাশেদুল ইসলাম রাশেদ।
মোহাম্মদ কফিল উদ্দিন রানা ও মোহাম্মদ মনির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, কে এম নুরুল ইসলাম হুলাইনী, আলহাজ মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, এম মহিউল আলম চৌধুরী, আলহাজ এম ওয়াহেদ মুরাদ, আলহাজ এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম, মাওলানা মহিউদ্দিন তাহেরী। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক এস এম আবু সাদেক ছিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হায়দার হাসিব। বক্তব্য রাখেন কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, খ ম জামাল উদ্দিন, শেখ ফরিদ মজুমদার, কাজী সুলতান আহমদ, রাহাত হাসান রাব্বি, ইমদাদুল ইসলাম, কামরুল হাসান শাকিল, বদিউজ্জামান, ওহিদুল্লাহ সিরাজী, এম নুরুল আলম ও নুরুল আবছার কফিল প্রমুখ। বিজ্ঞপ্তি