ইসলামিক ফ্রন্ট মেয়রপ্রার্থী ওয়াহেদ মুরাদের গণসংযোগ

51

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন- কদমতলী, মাদারবাড়ী ও মুরাদপুরে বিদ্যমান বাস টার্মিনালগুলো সিটির বাইরে স্থানান্তর করে মাঝিরঘাট, মাদারবাড়ীসহ চট্টগ্রাম শহরে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা ট্রাক ও লরিগুলোর জন্য উপযুক্ত ও সুবিধাজনক স্থানে স্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে। গত ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ মুরাদপুর, খতিবের হাট, বিবিরহাট, নাজিরপাড়া, হামজারবাগ, আতুরার ডিপো ও আমিন জুট মিল এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এম, মহিউল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, আসাদুজ্জামান এরশাদ, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সভাপতি কাজী সুলতান আহমদ, মুহাম্মদ শিহাব উদ্দিন, মাসরুর রহমান, আবুল হাশেম রাশেদ, আব্দুল কাদের, ওমর ফারুক, ফোরকান উদ্দীন, মনোয়ার হোসেন, সাইফুল করিম, তাজুল ইসলাম, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইসহাক, জামাল উদ্দিন, মাহমুদুল হাসান ও বেলায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি