ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে মানববন্ধন

71

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মানুষের খাদ্য লভ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে যে কৃষিকেন্দ্রিক মানবসভ্যতার গোড়াপত্তন ও ক্রমবিকাশ, সত্যিকার অর্থে সে সভ্যতার স্থায়ীত্ব নির্ভরশীল কৃষি বিকাশের উপরই। কৃষিকে উপেক্ষা করে কখনও শিল্পায়ন তথা উন্নয়ন-অগ্রগতি নিশ্চিত হতে পারে না। কেননা শিল্প বিপ্লবের পূর্বশর্ত হলো কৃষি বিপ্লব। তাই কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বাঞ্চনীয়। উল্লেখ্য যে, সম্প্রতি কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক তার ফসলী জমিতে স্বেচ্ছায় আগুন লাগিয়ে দিয়েছে। অনেকেই মই চেপে দিয়ে জমিতেই ফসল নষ্ট করে দিয়েছে। চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্ট সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন, কৃষি খাতকে উৎসাহিত করতে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির মাধ্যমে কৃষি উপরকণ সহজলভ্য করতে হবে। উপরন্তু কৃষি ঋণের পরিধি স¤প্রসারণ ও প্রাপ্তি নিশ্চিতকরণেও কার্যকর উদ্যাগ গ্রহণ করতে হবে। সেচ সুবিধা বৃদ্ধি করা সহ উৎপাদিত ফসল সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করতে হবে। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল ২২ মে ২০১৯ইং রোজ বুধবার বিকেল ২টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ভর্তুকি বৃদ্ধির মাধ্যমে কৃষি উপকরণ সহজলভ্য করার এবং কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করে কৃষিখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ছাত্র নেতা সৈয়দ মুহাম্মদ মুনির উদ্দীনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী, আলহাজ এম ওয়াহেদ মুরাদ, হাফেজ আবু তাহের, ডা. হাশমত আলী তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, কাজী সুলতান আহমদ, এমদাদ, ইঞ্জিনিয়ার রাসেলম, হাফেজ আনোয়ারুল ইসলাম খান, মাওলানা হাফিজ, সিহাব উদ্দীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, শহিদুল ইসলাম, ইমরান, কাউছার, অভি প্রমুখ। বিজ্ঞপ্তি