ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার মানববন্ধন

8

ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী বলেছেন, ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দঃ) কে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিরতিহীনভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ন্যাক্কারজনক ঘটনাকে ইতিহাসের জঘন্য বর্বরতা বলে উল্লেখ করেন। ফ্রান্স সরকারের এহেন জঘন্য ধৃষ্টতা কেবল মুসলিম ধর্মানুভূতিতে আঘাত হানবে তা নয়, বরং তাবৎ দুনিয়ায় জাতিগত সহিংসতা ও হানাহানিকে উস্কে দেবে। সভাপতির বক্তব্যে এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, ফ্রান্সের মুসলিম কমিউনিটির এহেন ক্রান্তিকালে জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তিনি ফ্রান্সে সৃষ্ট এ মানবিক বিপর্যয়ে অবিলম্বে জাতিসংঘকে কঠোর পদক্ষেপে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। গত ১ নভেম্বর ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে জামালখানস্থ প্রেসক্লাব চত্বরে ফ্রান্সে মহানবী (দঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ, ইসলামিক ফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ইসলামিক ফ্রন্ট উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ শাহেদ আলী, মাসুদ করিম চৌধুরী, আব্দুল মান্নান জিকু, এইচ এম এয়াকুব আলী, মাস্টার জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, এ কে এম রাসেদুল আলম রাসেদ প্রমুখ।