ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক সভা

61

ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম হাজীক্যাম্পস্থ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মুহাম্মদ আব্দুল গণি। অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের প্রেস ব্যবস্থাপক বোরহান উদ্দীন মো. আবু আহসান। আলোচক ছিলেন চট্টগ্রাম বিজয় স্বরণী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. কামাল উদ্দিন। সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। মহান বিজয় দিবস-এর গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মহান রাব্বুল আল-আমিনের পক্ষ থেকে এ বিজয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য এক বিশেষ নিয়ামত। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের আত্ম ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট ও একটি পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে সাড়ে সাত কোটি বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়েছিল বলেই মহান স্বাধীনতার যুদ্ধে জয় সম্ভব হয়েছিল। ইসলাম স্বাধীনতাকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি দেশপ্রেম ও দেশাত্ববোধকেও গুরুত্ব দেওয়া হয়েছে এবং একে ইমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলায়াত, না’ত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি