ইসলামবিরোধী কর্মকান্ড রুখে দাঁড়ান

17

সারা বিশ্বব্যাপী ইসলামী বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রয়োজন বিশ্ব মানবতার ও আখিরাতের শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা (দ.) আদর্শ বাস্তবায়ন করতে পারলে সারা বিশ্বে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে শান্তির রহমত বর্ষিত হবে। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত বার্ষিক ঈদে মিলাদুন্নবী (দ.)’র শীর্ষক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শহর কুতুব হযরত শাহ আমানত খান (রহঃ)’র দরবার শরীফের মোতোয়াল্লী শাহাজাদা হযরত ইজাজ মোহাম্মদ আজিম খান এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী, বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরাম ৩৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ খোরশেদ আলী মাইজভান্ডারী, সাপ্তাহিক ইমাম শেরে বাংলা ধর্মীয় পত্রিকার সম্পাদক হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুছা আল কাদেরী, ফারইষ্ট জেনারেল ইন্সুরেন্স কোম্পানীর ভাইস চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মাহমুদ উল্লাহ, ইসলামী চিন্তাবিদ ও গবেষক মওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলু, শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম খান, এম এ আমিন।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা বাদশা মিঞা, মানবাধিকার সংগঠক হাসান মুরাদ সাংবাদিক সেলিম উদ্দিন ডিবলু, হাজী শহিদুর রহমান খোকন, ইউনুচ মিঞা, মোশাররফ হোসেন রুনু, হারুনুর রশিদ, শেখ আবদুল্লাহ প্রমুখ। বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা ও বীর চট্টলার গণমানুষের নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তবরুক বিতরণের মধ্যে দিয়ে মিলাদ মাহফিল সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি