ইসলামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসা সেবা

46

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে সংগঠনটি। গত ১৫ এপ্রিল সকাল ১১টা থেকে রাণীরহাট বাজার চত্বরে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা থেকে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ৩ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে সেবা প্রদান করেন ডা, জয়নাল আবেদীন হিরু, ডা. মো. আজিম উদ্দিন ও ব্লাড গ্রুপ নির্ণয় করেন রাঙ্গুনিয়া মডার্ন বøাড ডোনেশন ক্লাবের সদস্যরা। পরে রাজানগর রাণীরহাট ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্ঠা মুহাম্মদ হাছান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, এইচ এম শহীদুল্লাহ, কামরুল ইসলাম পারভেজ, নেজাম উদ্দিন, মো. শাহেদ, আবু বক্কর সিদ্দিক লিটন, হাফেজ মো. তারেক, মো. রাজিব, মো. সাদ্দাম, মো. আজিজ, শফিকুল ইসলাম, হাসান মাহমুদ, মো. সাইমন, শহিদুল ইসলাম সাকিব, মো. মুবিন, মো. হিরামন, মো. ইমরান, মো. তৈয়ব, ওয়াকিল মুন্না, শরীফ উদ্দিন, মো. রিগন, মো. সুজন, মো. মহিউদ্দিন, মো. সাইফুল, মো. সাকিব, মো. রিমন, মো. রায়হান, মো. রিমন ও মো. আলম। আলোচনা সভায় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।