ইসলামপুর নাপিতখালী সড়কে গাইড ওয়ালে ধস

34

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর-নাপিতখালী সড়কের পুরাতন সুইচ গেইটের গাইড ওয়াল ধসে পড়েছে। টানা বৃষ্টিতে সুইচ গেইটের উত্তর পাশের গাইড ওয়াল ধসে খালে পড়ে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সড়কের বোগদাদিয়া সল্ট সংলগ্ন, সোলতানিয়া পাবলিক মডেল স্কুলের পশ্চিম পাশের পুরাতন সুইস গেইটটির বেহাল দশা যেন দেখার কেউ নেই। স্থানীয় আরিফুল ইসলাম নামের এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুইচ গেইট ও গাইড ওয়ালের বেহাল দশা তুলে ধরে লিখেছেন ভারি বর্ষণ এবং নদীর জোয়ারের কবলে পড়ে গাইড ওয়ালের প্রায় ৫০ ভাগ বিলিন হয়ে গেছে। এ অবস্থায় থাকলে চলতি বর্ষা মৌসুমে সড়কটির ঐ অংশ নদী গর্ভে সম্পুর্ণ বিলিন হয়ে যাবে।
এতে করে জান মালের ব্যাপক ক্ষয় ক্ষতি এবং নাপিতখালি বিলের অধিকাংশ ধানি ফসলি জমি লবনাক্ত পানিতে তলিয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন তিনি। স্থানীয়রা জানান, নাপিতের ছড়ার ঢলের পানিসহ বিলের পানি এ সুইচ গেইট দিয়ে প্রবাহিত হয়। জোয়ারের সময় সুইচ গেইট বন্দ থাকলে বিলে পানি বেড়ে সড়ক উপচে পড়ে। স¤প্রতি রেল সড়ক নির্মিত হওয়ায় বৃষ্টির পানি চলাচলে চরম প্রতিবন্দকতা সৃষ্টি হয়েছে। নাপিতখালী বিলের ধানি জমির কৃষকরা কৃষিকাজে চরম অনিশ্চিয়তায় ভুগছেন।
কৃষকরা জানান, পানি চলাচল বন্দ হলে তাদের জন্য মড়ার উপর খাড়ার ঘা অবস্থা হবে। তারা দ্রূত সময়ের মধ্যে পানি চলাচল স্বাভাবিক রেখে সুইচ গেইটের গাইড ওয়াল সংস্কারের দাবি জানান। স্থানীয় ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীন কায়ছার বলেন, বিষয়টি পরিষদে উত্তাপন করে চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। এলাকাবাসী শিল্প এলাকা ইসলামপুরের এ বেহাল দশায় স্থানীয় চেয়ারম্যান,উপজেলা প্রশাসন ও এমপি মহোদয়ের হস্থক্ষেপ কামনা করেছেন।