ইসমাইল কায়ানির উপর ফোর্সের দায়িত্ব

128

ইরানের বিশেষায়িত বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানিকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার বাহিনীটির প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহতের পর এই নিয়োগ দেওয়া হলো। ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস এখবর জানিয়েছে। আয়াতুল্লাহ খামেনির নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি’র শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেওয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন। কুদস ফোর্সের অভিযান ও কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করেছেন খামেনি। ১৯৯৭ সাল থেকে কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল কায়ানি। নিহত সুলাইমানি ইরানের সর্বোচ্চ নেতার খুব ঘনিষ্ঠ ছিলেন। আইআরজিসি ও কুদস বাহিনী সরাসরি খামেনির নির্দেশে পরিচালিত হয়। অনেকেই মনে করতেন, ইরানের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্টের চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন এই জেনারেল।