ইলমা’র আয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে তথ্য বিনিময়

63

ইলমা’র আয়োজনে গত বুধবার নারী সংগঠনের সাথে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে এক তথ্য বিনিময় সভা স্যুট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্যুট’র নির্বাহী পরিচালক জেবুন্নিছা বেগম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, স্যুট’র চেয়ারম্যান সামসুদ্দীন গণি চৌধুরী, অগ্রগতি’র সভাপতি মনোয়ারা বেগম, মিনার’র সভাপতি জেসমিন বেগম, এসডিএস’র সভাপতি ফেরদৌসি বেগম, বিটার ম্যানেজার ক্যাম্পেইন এন্ড এডভোকেসি মো. ইমরান হোসেন, বিটার মিডিয়া ম্যানেজার ঊর্মি বড়ুয়া-, বনফুল’র সংগঠক রেহেনা ইয়াছমিন সহ নারী প্রতিনিধিরা।
সভায় ইলমার নির্বাহী প্রধান জেসমিন সুলতানা পারু বলেন, তামাক ব্যবহারে যে ক্ষতি হ”েছ তাতে যদি নারী সমাজ সচেতন হয় তাহলে পরিবার এবং সমাজে তামাকের ব্যবহার কমে আসবে। নারীরাই পারে তামাকমুক্ত নগরী গড়তে বিশেষ ভূমিকা রাখতে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সভায় তিনি আরো বলেন, তামাক নিয়ন্ত্রণে প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা ও দন্ড প্রদানের ব্যবস্থা করতে হবে। সভায় বক্তারা আরো বলেন, মানুষ অনুকরণ প্রিয়। তাই সিনেমা নাটকে তামাকের ব্যবহার তরুণ সমাজকে তামাক ব্যবহারে উদ্বুদ্ধ করবে। তাই অনতিবিলম্বে সিনেমা নাটকে তামাকের ব্যবহার বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় ৭টি সংগঠনের ১৪ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। নারী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে তামাকের বিরুদ্ধে কাহ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত হবে বাংলাদেশ। বিজ্ঞপ্তি