‘ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে’

25

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ শুরু থেকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে এবং কখনো এটি লঙ্ঘন করেনি। পরমাণু সমঝোতাকে ইরানের বিশাল রাজনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে উল্লেখ করে রুহানি বলেন, এ সমঝোতার মাধ্যমে ইরান ক্ষতিগ্রস্ত হলে আমেরিকা এটি থেকে বেরিয়ে যেত না। প্রেসিডেন্ট রুহানি রবিবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘উত্তর খোরাসান’ প্রদেশে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
রুহানি বলেন, আমেরিকা ১২ বছর ধরে দাবি করে আসছিল যে, ইরান বেআইনি কাজ করে গোপনে পরমাণু বোমা তৈরি করছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বারবার ঘোষণা করেছে, ইরান কখনো পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং এখনো করছে না। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইরানের শক্তিমত্তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে রুহানি বলেন, ইরাকের সাবেক সাদ্দাম সরকারের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ নিজের প্রতিরক্ষা শক্তি প্রমাণ করেছে এবং পরমাণু সমঝোতায় ইরানের রাজনৈতিক ও নৈতিক শক্তি প্রদর্শিত হয়েছে।