‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মানতে ইরাক বাধ্য নয়’

86

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা মানতে বাধ্য নয়বাগদাদ। এ নিষেধাজ্ঞা এড়িয়ে তেহরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার বিষয়টি ইরাকের বিবেচনাধীন রয়েছে। আলী আল-হাকিম বুধবার সাংবাদিকদের বলেন, এই নিষেধাজ্ঞা কিংবা অবরোধ যাই বলা হোক না কেন এটি একতরফা। এটি কোনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নয়। ফলে এটি মেনে চলতে ইরাক বাধ্য নয়। তিনি বলেন, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত রাখার জন্য সম্ভাব্য উপায় খোলা রাখার কথা বিবেচনা করছে বাগদাদ। এর মধ্যে ইরাকি দিনারে বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও রয়েছে। ইরানের পাওনা মেটানোর জন্য একটি আলাদা তহবিল তৈরির কথাও জনান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে ইরান ও ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক হাজার ২০০ কোটি ডলার। শিগগিরই বাণিজ্যের এ পরিমাণ দুই হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় দুই দেশ। ইরানের সঙ্গে ১৪শ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে ইরাকের। আরব এ দেশটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের বিষয়ে ইরানের ওপর নির্ভরশীল। প্রতিদিন ইরান থেকে দেড়শ কোটি ঘন ফুট গ্যাস আমদানি করে ইরাক। এছাড়া, ইরান থেকে বিদ্যুৎ ও প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রীও আমদানি করে থাকে বাগদাদ। সূত্র : পার্স টুডে, মিডল ইস্ট আই।