ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার সাহস কারো নেই : রুহানি

47

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। দুই দেশের মধ্যে হামলার ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমতাবস্থায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে হামলা চালানোর শক্তি বিশ্বের কোনো দেশের নেই। ইরানের মুসলিম জাতি এতটা শক্তিমত্তার অধিকারী যে, তার নিরাপত্তা বিঘিœত করার সাহস কারো নেই।
সোমবার সুন্নী আলেমদের এক সমাবেশে শত্রুদের পক্ষ থেকে ইরানকে নানামুখী হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এদেশের সম্মান ও মর্যাদা রক্ষা করে শত্রুদের পরাজিত করার মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবো।’ এসময় ইরানের ইসলামি বিপ্লবের আন্দোলনের দিনগুলোসহ পরবর্তীতে বিপ্লবকে রক্ষা করার কাজে সুন্নি মুসলমানদের অবদানের কথা স্মরণ করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব সুনির্দিষ্ট কোনো মাজহাবের অর্জন নয় বরং এদেশের সকল মাজহাবের সকল মানুষ এই বিপ্লবকে সফল করেছেন এবং প্রত্যেকের অধিকার এখানে সমুন্নত রয়েছে।