ইরানের কাছে জবাব চাইবেন ট্রুডো

23

ইরানে ভূপাতিত ইউক্রেন এয়ারলাইন্সের বিমানে নিহত অর্ধশতাধিক কানাডিয়ান নাগরিকের এক স্মরণসভায় যোগ দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আলবার্টা প্রদেশের রাজধানী অ্যাডমন্টের ওই শোকসভায় তিনি ইরানের কাছ থেকে বিমান ভূপাতিতের জবাব ও ন্যায়বিচার চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গত ৮ জানুয়ারি সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়।
নিহত আরোহীদের ৫৭ জন কানাডার নাগরিক। প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও গত শনিবার বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান।