ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহতের ঘোষণা রাশিয়ার

38

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। স্কাই নিউজ জানিয়েছে, একটি রুশ বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ এই হুঁশিয়ারি দিয়েছেন। তবে নিষেধাজ্ঞা কার্যকর হলে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।সম্প্রতি ওয়াশিংটন-তেহরান ধারাবাহিক উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে অস্থিরতা। কয়েক দিন আগেই সেখানে আরও ১ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
ক’দিন আগে মার্কিন ড্রোন ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ ভূপাতিত করে ইরান। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েও তা প্রত্যাহার করে নেন। তবে ২২ জুন শনিবার ট্রাম্প টুইটারে জানিয়ে রেখেছিলেন, নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার প্রশাসন। সেই ঘোষণার ধারাবাহিকতায় সোমবার থেকে নতুন করে ইরানের সর্বোচ্চ নেতার দফতর ও সে দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকোভ বলেন, এই নিষেধাজ্ঞা শুধু উত্তেজনাই বৃদ্ধি করবে। তারচেয়ে ট্রাম্প প্রশাসনের উচিত ইরানের সঙ্গে আলোচনায় বসা। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এ অবরোধকে অবৈধ বিবেচনা করছি।