ইরাক ও ইরানের আকাশে চলছে উপসাগরীয় দেশের যাত্রীবাহী বিমান

20

ইরাকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ালনাইন্স দেশটির আকাশসীমা দিয়ে তাদের বিমান চলাচল বন্ধ করলেও উপসাগরীয় বেশ কয়েকটি দেশ তা চালু রেখেছে। এসব এয়ারলাইন্সের মধ্যে উল্লেখযোগ্য হলো কাতার এয়ারওয়েজ ও এমিরেটস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলোর ইউরোপ ও এশিয়ায় গমনের জন্য খুব কম বিকল্প রয়েছে। উপসাগরীয় বিমান কোম্পানিগুলোকে যদি রুট পরিবর্তন করতে হয় তাহলে অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তবে তাদের দাবি, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদিল আল-ঘাইত বলেন, এই এলাকার সবগুলো এয়ারলাইন্সের জন্য ইরানের আকাশসীমা গুরুত্বপূর্ণ।
তিনি জানান, দুবাইভিত্তিক এমিরেটস ও তাদের কয়েকটি সহযোগী কোম্পানি ইরান ও ইরাকের অন্তত দশটির শহরের আকাশসীমা দিয়ে বিমান চালাচ্ছে। কুয়েত এয়ারওয়েজ ও আবু ধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজও ইরাক ও ইরানের আকাশসীমায় বিমান চলাচল জারি রেখেছে।
কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী আকবর আল-বকর বলেন, ইরান আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি দেশ ও আমাদের প্রতিবেশী। তাই আমরা বিমান চলাচল অব্যাহত রেখেছি। আমরা ইরানের জনগণকে সেবা দিতে চাই।