ইমরান খানের ছবি সরিয়ে দিল ভারত

50

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব আবার পড়ল দুই দেশের ক্রিকেট সম্পর্কে। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার জেরে ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই) থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রতিকৃতি। ইমরান খান বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার এক আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআইপিএফ সদস্য নিহত হয়। ঘটনার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারতের অভিযোগ এই সংগঠনকে মদদ দেয় পাকিস্তান।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অভিজাত ক্রিকেট ক্লাবটিতে ইমরানের প্রতিকৃতির পাশাপাশি থাকা পাকিস্তান ক্রিকেট দলের ছবিটিও সরিয়ে ফেলা হয়েছে।
ক্লাবটির পাশেই একটি রেস্টুরেন্টেও বিখ্যাত অল রাউন্ডারদের প্রতিকৃতি রয়েছে। সেখানে কিংবদন্তি অলরাউন্ডার হিসেবে গ্যারি সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হেডলি এবং জ্যাক ক্যালিসের সঙ্গে ছবি আছে ইমরান খানের। সেই ছবিটিও ঢেকে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।