ইমতিয়াজ চৌধুরীর অক্সিজেন সিলিন্ডার ও আর্থিক সহায়তা

62

জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় করোনায় মৃতদের গোসল-দাফন-কাফন-সৎরকার ও আক্রান্তদের এম্বুলেন্স, অক্সিজেন, টেলিমেডিসন সেবা কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে নিষ্ঠা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা কানাডা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক জনাব ইমতিয়াজ চৌধুরী নিষ্ঠা ফাউন্ডেশনকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। গত ৯ জুলাই বৃহস্পতিবার, বিকেল ৪টায়, নগরীর হোটেল সৈকতস্থ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের ক্যাম্পে সংস্থার চেয়ারম্যান জনাব অধ্যাপক কামাল উদ্দীন আহমদের হাতে ইমতিয়াজ চৌধুরীর পক্ষে সিলিন্ডার ও চেক হস্তান্তর করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইমপেরিয়াল সিটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী। হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক কামাল উদ্দীন আহমদ বলেন বলেন- বর্তমানে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ মহা সংকটে পড়া বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও স্বদেশ প্রেমের দায়বদ্ধতায় করোনা আক্রান্ত রোগীদের সেবা দানে যেভাবে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে। তিনি আরো বলেন- আমাদের স্বাধীনতার সংগ্রামসহ দেশের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে আমাদের প্রবাসী ভাই-বোনেরা বরাবরঐ সহযোগিতার হাত প্রসারিত করেছন, যা করোনাকালীন সময়েও ব্যত্থয় ঘটেনি। সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তৌহিদুল আলম সংস্থার পক্ষ থেকে জনাব ইমতিয়াজ চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- জনাব ইমতিয়াজ চৌধুরী ফাউন্ডেশনকে যেভাবে সহযোগিতা করেছেন অন্যান্য প্রবাসীরা সেভাবে যদি এগিয়ে আসে তাহলে অছিরেই দেশকে সবাই মিলে করোনা মুক্ত করতে সহজ হবে। এসময় আরো উপস্থিত ছিলেন- নিষ্ঠা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক টিমের প্রধান মাওলানা আতাউল করিম, উপ-প্রধান কায়ছার শাহ, ফখরুল ইসলাম সাজ্জাদ, মাহামুদুল হাসান জুয়েল, বিকাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল প্রবাসীদের জান-মাল ও সংকট লাঘবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।