ইফতার ও দোয়া মাহফিল

150

সাতকানিয়া উপজেলা প্রশাসন : সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের গত ২৭ মে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শফিউল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, প্রেসক্লাব সভাপতি ছৈয়দ মাহফুজুন্নবী খোকন প্রমুখ।

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন যুবলীগ : রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কোদালায় গত ২৭ মে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. এরশাদ ও আবু তাহেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোদালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার।

প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান চৌধুরী ও সিরাজুল ইসলাম বাহদুর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোদালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজগর, সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সেলিম, সহসভাপতি সোহেল আরমান, মো. কুসুম, মো. লিয়াকত, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের এজিএস রহমত উল্লাহ, মো. আরিফুল হাসান রকি, আরিফুল ইসলাম সারেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. ফারুক চৌধুরী, মো. সাবের, রহমত আলী, আসিফ আনোয়ার, মো. রায়হান, মো. ফয়সাল, মো. শওকত প্রমুখ।

রাউজান
দক্ষিণ রাউজানের পাহাড়তলী ইউনিয়ন আ.লীগ : মুনিরীয়া যুব তবলীগ কমিটি জামাত বিএনপিকে সাথে নিয়ে নানা অপকর্ম করার পর পুনরায় কার্যক্রম পরিচালনা করতে যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা কোন দিনই মেনে নিবে না জনগণ। এতেই যতই অপচেষ্টা করা হোক না কেন তা প্রতিহত করবে জনগন। এ কমিটি এখনা জনবিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিমূলক যে বিবৃতি দিচ্ছে তাও অবান্তর হিসেবে মন্তব্য করছেন আওয়ামী লীগ নেতারা। গত সোমবার দক্ষিণ রাউজানের পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী। রাউজান উপজেলা (দ.) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, সহ প্রচার সম্পাদক দোস্ত মোহাম্মদ খান, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, মঞ্জুর হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মাসুদ হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, শেখ নবী, তপন কৃষ্ণ ঘোষ, দেবমিত্র বড়ুয়া মাইকেল, কামাল হোসেন, আমির হোসেন, জানে আলম, ইসমাইল হায়দর, রোকন উদ্দিন সিদ্দিকী, আশুতোষ মেম্বার, কামরুল ইসলাম, বাসু ঘোষ, আইয়ুব খান, ইলিয়াছ তালুকদার, লিটন বড়ুয়া, সুজন মল্লিক, সৈয়দ মেজবাহ উদ্দিন, মো. সালাউদ্দিন, এসএম আজিম, রাশেল খান, মো. সুমন, আমির হামজা, আমিরুল ইসলাম, তানভির হোসেন, পুষন বড়ুয়া, মো. মামুন, মো. হাসান প্রমুখ।

রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগার : রাউজান মুসলিম কিশোর তরুণদের প্রিয় সংগঠন রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের ব্যবস্থাপনায় কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল গত রবিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওমর গণি এম.এইচ কলেজের সাবেক অধ্যাপক মাওলানা ড.আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা কে. আলমগীর মাসউদ আরবনগরী, হাফেজ ওমর ফারুক, রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের উপদেষ্টা হাফেজ শেখ রিদওয়ানুল হক, রাউজান ইসলামী নব জাগরণের যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুল্লাহ ফয়জি, হাজি মুহাম্মদ হানিফ, মোজাহেরুল ইসলাম, হাফেজ জাকারিয়া, মুহাম্মদ আলমগীর ও মিজানুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা আতাউল্লাহ বোখারী, পাঠাগারের সভাপতি মাওলানা ইমরান, মাওলানা মামুন বিন ইউনুছ, মাওলানা মুহাম্মদ ইরফান সোলাইমান, হাফেজ হাশমত, মাওলানা খোরশেদ, মুহাম্মদ এনামুল হক, দিদারুল আলম, নুরুদ্দিন বিন ইসমাঈল, শওকতুল ইসলাম, মাওলানা মাহমুদুল্লাহ, শাহাদাত হোসেন, আবু আব্দুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আইয়ুবী, রাশেদ আশরাফ, জাহেদুল ইসলাম, আবু বকর, বেলাল আহমদ, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মনছুর প্রমুখ।

আনোয়ারা প্রেস ক্লাব : আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং ক্লাবের সদস্যরা অংশ নেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভূমি মন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সাইয়েম। প্রধান আলোচক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প কর্মকর্তা জমিরুল ইসলাম, হিসাব রক্ষন কর্মকর্তা রতন কুমার দাশ, নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহামুদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মো. সোলাইমান, জানে আলম, অসিম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য এড. সালাহ উদ্দিন লিপু, আলমগীর আজাদ, ফজলুল করিম চৌধুরী বাবুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, আনোয়ারা ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল হালিম চৌধুরী, এলডিপির সভাপতি মুজিবুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সুশিল ধর, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খালেদ মনছুর, অর্থ সম্পাদক সুমন শাহ, জাহাঙ্গীর আলম, ডি এইচ মনচুর, রফিক আহমদ খান,ইমরান এমি, প্রমুখ। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য জাহেদুল হক, আক্কাস উদ্দীন,ইমরান হোসেন, কোরবান আলী টিটু, তৌহিদুল আলম, সোহেল, মন্জুর আলম, তাছাড়া বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের মাঝে জমিস উদ্দীন আমজাদী, মিজানুর রহমান চৌধুরী সেলিম, মো. নুরুচ্ছাফা, আসিস নাথ, উৎপল সেন, নুর হোসেন,মো. আলী,নজরুল ইসলাম বকুল, জসিম উদ্দীন, সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতির অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অনেক। এ পেশার মানুষদের জীবনমান রক্ষায় সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা। আনোয়ারার বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

হীড বাংলাদেশ : চন্দনাইশ হীড বাংলাদেশের উদ্যোগে গত ২৭ মে বিকালে স্থানীয় হীড বাংলা অফিসে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হীড বাংলাদেশ চট্টগ্রাম এলাকার ব্যাবস্থাপক এম এ আজীজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনজিওর সম্বনয়কারীর নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাংবাদিক শাহাদাত হোসেন, মাস্টার নুরুল আলম ও নুরুল হক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আবদুর রাশেদ, মো. আশরুফুল ইসলাম, স্বপন কুমার সরকার, হায়দার আলী, মো. আবু সালেহ, মো. বেলাল উদ্দীন, মো. তোফাজ্জল হোসেন, মো. আবির হোসেন আবির, মো. খারুজ্জামান প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলতাপুর রহমান।


পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলন : পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলন উদ্যোগে সালাতু সালাম ও ইফতার মাহফিল সম্প্র্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের অনুমদক্রমে মাহে রমজান উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ক্লাব রোডস্থ নিজ কার্যালয়ে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।

এতে মিথ্যা-অবিচারের কবল থেকে সত্য এবং মানবতার মুক্তি সাধনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিসে সভাপতিত্ব করেন মৌলনা নজরুল ইসলাম।এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আবু আরেফ সারতাজ। বিশেষ মেহমান ছিলেন আল্লামা শেখ নাঈম উদ্দিন, আবদুল ওয়াদূদ, কামরুল আলম, আবদুর রহিম, মুসা আলম, হাফেজ ফরিদুল আলম, আবুল কালাম, এনামুল হক, রাশেদ নুর মারুফ, নাসিফ নিজাম, আবদুল কায়েস, মীর সুজন, আবদুল মালেক প্রমুখ। আল্লামা ইমাম হায়াতের শিক্ষায় বক্তারা বলেন, রমজান যে কোন ত্যাগ ও উৎসর্গের বিনিময়ে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও শানে উৎসর্গীকৃত হয়ে থাকার শিক্ষা। এ শিক্ষা রূপরেখা কোন বাতেল জালেম অপশক্তিকে কোন অবস্থায় কবুল না করে ঈমান-দ্বীন তথা সত্য ও মানবতার মুক্তির ধারা যে কোন মূল্যে এগিয়ে নেয়া, যার সর্বোচ্চ নিদর্শন কারাবালার মহান শাহাদাত। আত্মার ঈমানী শুদ্ধতা নির্ভর করে সকল প্রকার বাতিল মত পথ থেকে মুক্ত থাকার উপর এবং সব কিছুর উর্ধ্বে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমভিত্তিক হৃদয়ের উপর। ইফতার মজলিসে সালাতু সালাম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাঈম উদ্দিন ।

ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই : ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার অভিষেক ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দীন খানের সভাপতিত্বে এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ম্যানেজার শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।


সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহীমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু নাছের, আবু আহসান, যুগ্ন সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাহফুজুল আলম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী মারুফ আহম্মেদ, গাইনী বিশেষজ্ঞ ডা. শিফা প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।