ইপিজেড সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের মতবিনিময়

14

ইপিজেড সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন অফ চট্টগ্রামের বিভাগীয় শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্তি উপলক্ষে চট্টগ্রাম বন্ড কমিশনারেট কমিশনার মোঃ মাহাবুবুজ্জামান, অতিঃ কমিশনার (লাইসেন্সসিং প্রধান) ম সফিউজজামান এবং অতিঃ কমিশনার মাহফুজুল হক ভূঁইয়া এর সাথে স¤প্রতি কমিশনারেট কার্যালয়ে এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন । এসময় উপস্থিত ছিলেন ইপিজেড সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রামের সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, মোঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ জসিম উদ্দীন, অর্থ সম্পাদক নিজাম উদ্দীন হায়দার, কাস্টমস বিষয়ক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আমিনুর রহমান, সদস্য মোঃ আরিফুল ইসলাম মজুমদার, উপদেষ্ঠা জয়নাল আবেদনী নুরী, সদস্য আতিকুর রহমান, আশিষ মল্লিক প্রমুখ।
উল্লেখ্য ইপিজেড সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন অফ চট্টগ্রাম”এর রেজিস্ট্রেশন কপি বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম হতে গ্রহণ করার পর পর কোভিট-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে আশায়, জীবন ও জীবিকার তাগিদে ইপিজেড সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন অফ চট্টগ্রাম এর সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। সৌজন্য সাক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বন্ড কমিশনার মহোদয় এ সময় নতুন এই সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও অতিরিক্ত কমিশনার মহোদয়গণ লাইসেনসিং আইন ও বিধি মোতাবেক আগামীতে সকল কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তি