ইপিজেড এলাকায় লোকনাথ গীতাশিক্ষালয়ের শোভাযাত্রা

63

নগরীর ইপিজেড থানাধীন শ্রী শ্রী লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে সম্প্রীতি শোভাযাত্রা, শ্রীমদ্ভাগবদ গীতাপাঠ, পাঁচালীপাঠ, ধর্মসভা ও সঙ্গীতানুষ্ঠান ১৮ জানুয়ারী শুক্রবার দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে শ্রী শ্রী ভৈরব ঠাকুর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সকালে উত্তর পতেঙ্গাস্থ ভৈরব ঠাকুর প্রাঙ্গণে সম্প্রীতি শোভাযাত্রার উদ্বোধন করেন ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আব্দুল বারেক কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো বাংলাদেশের কেন্দ্রিয় সদস্য মিলন শর্মা, উত্তর পতেঙ্গা দিপীকা সংঘের উপদেষ্টা ও উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা এড. মোহন লাল মহাজন, লোকনাথ ধাম -শিক্ষালয়ের প্রধান উপদেষ্টাও বিশিষ্ট চিকিৎসক ডা. ফণিন্দ্র কুমার শীল,বঙ্গবন্ধ ছাত্র যুব পরিষদের নেতা মোঃ শওকত হোসেন(রানা)।
উৎসব উদযাপন কমিটির সভাপতি লায়ন মানিক রতন শর্মার সভাপতিত্বে ও সংগঠক উত্তম শীলের সঞ্চালনায়ে সম্প্রীতি শোভাযাত্রা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,পাচালীপাঠ কর্মসূচিতে আরো সম্মানিত অতিথি ছিলেন-লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের সাঃসম্পাদক শিমুল শীল, উৎসব উদযাপন কমিটির সভাপতি বাবুল শীল, সা. সম্পাদক সুজন মজুমদার মনি, দিপীকা সংঘের শ্যামল দাশ, সুজন দাশ, সবুজ দাশ সহ শ্রী শ্রী লোকনাথ বাবার ভক্ত এবং জ্যোতির্ময়ানন্দ ব্রক্ষচারী(রণি ব্রক্ষচারী) আশীর্বাদক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে জাতীয় ও গৌরী পতাকা উত্তোলন, বেলুন এবং শান্তিার পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আব্দুল বারেক কোম্পানি। সন্ধ্যায় ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন। প্রধান আলোচক ছিলেন এড. চন্দন তালুকদার, অধ্যাপক স্বদশ চক্রবর্ত্তী, ৪০নং ওর্য়াড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, পতেঙ্গা থানাা পুজা কমিটির সভাপতি সৈকত মহাজন সাজু, সা. সম্পাদক সুজন কুমার শীল,সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সংগঠক বাবুল হোসেন বাবলা। বিজ্ঞপ্তি