ইপসার অনুষ্ঠানে বক্তারা যৌথ উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ

46

উগ্রবাদ ও সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। সকলকে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এটি প্রতিরোধে সকলের যৌথ উদ্যোগ ও অংশগ্রহণ প্রয়োজন। দল-মত, শ্রেণী-পেশার উর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষ সহিংসতা প্রতিরোধ করেছে, সমাজে শান্তির বাতাবরণ বিনষ্ট হতে দেয়নি। সমাজে কোন সহিংস ঘটনা ঘটুক তা’ এ দেশের সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না। এ উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করা অতি জরুরি। টেকসই উন্নয়ন অভীষ্ট-এসডিজি অর্জনেও বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিবে এ আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রিজিলিয়েন্স ফান্ড-জিসিইআরএফ এর সহায়তায় ও বাংলাদেশ সরকারের পররাষ্ট মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে ইপসা ‘জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় রাউন্ডের অনুষ্ঠানে বক্তাগণ এসব মতামত প্রদান করেন। ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক জনাব মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান। ইপসা সিভিক কনসোর্টিয়ামের প্রোগ্রাম কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও প্রচারাভিযান) রজত বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা সিভিক কনসোর্টিয়ামের ফোকাল পার্সন ও উপপরিচালক মোহাম্মদ শাহজাহান। ইপসা সিভিক প্রকল্পের মূল প্রেজেন্টেশন করেন ইপসা’র আঞ্চলিক প্রধান ও উক্ত প্রকল্পের টিম লিডার খালেদা বেগম।
প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলার ৪ টি উপজেলার আওতায় ৩টি পৌরসভা ও ৪৪ টি ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে উগ্রবাদ ও সহিংসতা নিরসন, সামাজিক সাম্যতা বজায় রাখা ও যুব সম্প্রদায়ের মানসিক সুস্থ বিকাশকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় সরকার প্রতিনিধি, স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির প্রতিনিধি, ধর্মীয় নেতা, এনজিও ও সিভিল সোসাইটি প্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি প্রমুখ উপস্থিত অংশগ্রহণ করেন।