ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রিমিয়ার ভার্সিটির তিন শিক্ষক

76

‘ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং, লিটারেচার এন্ড ট্রান্সলেশন (ইএলটিএলটি)’ শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তিন শিক্ষক। তারা হলেন-শাহনাজ পারভিন, কহিনুর আকতার ও শান্তনু দাশ। ইন্দোনেশিয়ার সেমেরাং শহরে ইউনিভার্সিটাস নেগেরি সেমেরাং-এর উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ১৪-১৫ সেপ্টেম্বর। সম্মেলনে শাহনাজ পারভিন ‘এরর এনালাইসিস অফ দ্য রিটেন প্রোডাকশন অফ দ্য আন্ডারগ্র্যাজুয়েশন অফ ইংলিশ লিটারেচার: এ স্টাডি এট দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ’, কহিনুর আকতার ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল কন্টেন্ট অফ প্রাইমারি ক্লাস ফাইভ ইংলিশ ফর টু-ডে (এনসিটিবি) বুক: চ্যালেঞ্জেস ইন এ বাংলাদেশি ক্লাশরুম’ এবং শান্তনু দাশ ‘ডেভেলপিং রাইটিং স্কিলস থ্রæ লিটারেচার ইন আন্ডারগ্র্যাজুয়েট ইংলিশ ক্লাশেস এট এ বাংলাদেশি ইউনিভার্সিটি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন।
দুইদিনব্যাপি সম্মেলনে যোগদানের জন্য এই তিনজন শিক্ষক আগামী ১২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সেমেরাং শহরের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি