ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩

47

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। শুক্রবার ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানায়, হাজার হাজার মানুষ বন্যার কারণে গৃহহীন হয়ে পড়েছে। নতুন বছর উদ্যাপনের সময় আকস্মিক বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জন মৃত্যুর খবর পাওয়া যায়। নতুন বছর শুরুর একদিন আগে থেকেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও এর আশপাশের শহরগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দেয়।
শুক্রবার এক বিবৃতিতে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃতি সংস্থা জানায়, দেড়শ’ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত ছিল এটি। জলবায়ু পরিবর্তনের কারণেই এরকম ভয়াবহ আবহাওয়া দেখা দিয়েছে বলে জানায় সংস্থাটি। জানা যায়, এই বৈরি আবহাওয়া ৭ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। আর ভারি বৃষ্টিপাত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইন্দোনেশিয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধস নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ সময়টাতে দক্ষিণ-পূর্ব এশীয় এ দেশে প্রবল বর্ষণ হয়।ইন্দোনেশিয়ায় বন্যায়
মৃতের সংখ্যা বেড়ে ৪৩