ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

53

ইন্দোনেশিয়ার জাভায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা জানান, যাত্রীবাহী ফেরিটিতে ৫০জনের মতো যাত্রী ছিলেন। খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে মোট ১৫জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার করা হয়েছে ৩১ জনকে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন। যদিও স্থানীয়দের আশঙ্কা নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে।
ফ্রান্স বারুং মানগেরা বলেন, সাগরে বড় ঢেউয়ের ধাক্কায় উল্টে ডুবে যাওয়া ওই যাত্রীবাহী ফেরিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলেন। সংবাদমাধ্যম বলছে, নৌ-দুর্ঘটনা ইন্দোনেশিয়ার নিত্য ঘটনা। গত বছরও সুমাত্রা দ্বীপে ফেরি ডুবে প্রায় ১৬০ জনের প্রাণহানি ঘটে। ১৭ হাজারেরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া। যেখানে যাতায়াতের জন্য ফেরি কিংবা ছোট নৌকা ব্যবহার করা হয়। তবে সেখানে নিরাপত্তার বিষয়টি খুব একটা গুরুত্বের সঙ্গে দেখা হয় না।