ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে উইদোদো

35

ইন্দোনেশিয়ায় ফের জোকো উইদোদোই প্রেসিডন্ট নির্বাচিত হতে চলেছেন। ভোট শেষের কয়েকঘণ্টা পরের বুথ ফেরত জরিপে সে আভাসই পাওয়া যাচ্ছে। বিবিসি জানিয়েছে, ভোটের প্রাথমিক ফলে উইদোদো তার প্রধান প্রতিদ্ব›দ্বী সাবেক সেনা কর্মকর্তা প্রাবোও সুবিয়ান্তোর চাইতে প্রায় ১০ শতাংশ বেশি পয়েন্টে এগিয়ে আছেন। ইন্দোনেশিয়ার ‘কম্পাস’ পত্রিকা পরিচালিত বিবিসি’র এক জরিপ অনুযায়ী, এ পর্যন্ত ভোট গণনায় উইদোদো ৫৪ শতাংশ এবং প্রাবোও ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্য আরো বেশ কয়েকটি প্রাইভেট কোম্পানির জরিপেও একইরকম ফল এসেছে। আংশিক ভোট গণনার ফলের ভিত্তিতে ছয়টি কোম্পানির জরিপের তথ্যমতে, উইদোদা অর্ধেকের কিছু বেশি ভোট পাচ্ছেন।
আর তার প্রতিপক্ষ প্রাবোও তার চেয়ে ৫ দশমিক ৫ এবং ১১ দশমিক ৪ শতাংশ পয়েন্টে পিছিয়ে রয়েছেন। জাকার্তার জরিপ সংস্থা সিএসআইএস এর ফল বলছে, প্রেসিডেন্ট উইদোদো পেয়েছেন ৫৫ দশমিক ৭ শতাংশ এবং প্রাবোও পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট। যদিও প্রাবোওর দাবি, তার দলের নিজস্ব জরিপ থেকে পাওয়া তথ্যানুয়ায়ী, তিনিই এগিয়ে আছেন। তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলেও দাবি করেছেন।
আগামী মে মাসের আগে ভোটের আনুষ্ঠানিক চূড়ান্ত ফল পাওয়া যাবে না। তবে ভোটের পরপরই ‘দ্রুত গণনার’ ভিত্তিতে জরিপ কোম্পানিগুলো যে ফল প্রকাশ করে তা সাধারণত ঠিক হয়। বিগত বছরগুলোতেও জরিপের ফল সঠিক প্রমাণিত হয়েছে। একদিনে ভোট অনুষ্ঠিত হওয়া বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় বুধবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এদিনে ১৯ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। একইদিনে তারা ২০ হাজার স্থানীয় সরকার এবং পার্লামেন্ট সদস্য নির্বাচনের জন্য ভোট দিয়েছেন।
১৭ হাজারেরও অধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়া পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং দেশটিতে মোট তিনটি টাইম জোন রয়েছে। বুধবার পূর্ব ইন্দোনেশিয়া টাইম জোনের অন্তর্ভুক্ত সর্বপূর্বের পাপুয়া প্রদেশে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই অঞ্চলটি পশ্চিম ইন্দোনেশিয়া টাইম জোনের অন্তর্ভুক্ত রাজধানী জাকার্তা থেকে দুই ঘন্টা এগিয়ে আছে।
স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। দেশটিতে এবারই প্রথম প্রেসিডেন্ট, পার্লামেন্টে ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোট একইদিনে গ্রহণ করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ দেশটির লোকসংখ্যা ২৬ কোটিরও বেশি। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে মোট ভোটার সংখ্যা ১৯ কোটি ২০ লাখ। উইদোদো ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিকে পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী। অপরদিকে, গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী প্রাবোও।
জাতীয় ও স্থানীয় পরিষদের প্রায় ২০ হাজার আসনের জন্য দুই লাখ ৪৫ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের জন্য সারা দেশে আট লাখ ১০ হাজার ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দেশটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর পাহারায় প্লেনে, স্পিডবোটে, ডোঙ্গায় ও ঘোড়ার পিঠে করে ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছে। জার্কাতার উত্তরে হাজারো দ্বীপের একটি এলাকায় ভোট গ্রহণের জন্য দুটি স্পিডবোটকে মোবাইল পোলিং স্টেশনে রূপান্তরিত করা হয়েছে। মঙ্গলবার রাতে পূর্ব জাভায় টর্নেডোয় দুটি গ্রামের ভোট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর কর্তৃপক্ষ নিরাপদ স্থানে ভোট কেন্দ্র সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশীয় বার্তা সংস্থা অন্তারা।
ভোট গ্রহণ নিরাপদ করতে দেশজুড়ে ১৬ লাখ আধাসামরিক কর্মকর্তার পাশাপাশি প্রায় তিন লাখ ৫০ হাজার পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।
এবারের ভোটে ধর্ম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত ভোটারদের।