ইন্দিরা মুজিব শিক্ষাবৃত্তি প্রদান

33

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস স্মরণে ইন্দিরা মুজিব স্মৃতি শিক্ষাবৃত্তি অনুষ্ঠান গত ৩১ অক্টোবর বিকেল ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠান উদ্বোধন করেন আগরতলার কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ড. মুজাহিদ রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, রম্য সাহিত্যিক এড. রাখাল মজুমদার, সঙ্গীতশিল্পী অমর বোস, শিউলী বেগম, লায়ন মো. জাফর উল্লাহ, সাতকানিয়ার পৌর মেয়র কবি মো. জোবায়ের, রাজনীতিবিদ শরফুদ্দীন চৌধুরী রাজু, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম এ সবুর, আবুল কালাম আযাদ, দৌলতুন্নেসা, রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, সুরজিত আচার্য্য, মো. হারুন অর রশিদ রবি।
গান, আবৃত্তি, নৃত্য, কবিতা, ছড়া পাঠে অংশ নেন কবি আশীষ সেন, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, ছড়াকার তালুকদার হালিম, অজিত কুমার শীল, স্বপন বড়ুয়া, সঙ্গীতশিল্পী আবু হানিফ চৌধুরী, সুকুমার দে, বাবুল চৌধুরী, সোমা মুৎসুদ্দী, বিজয় শংকর চৌধুরী, সেলিম ভুঁইয়া, শবনম ফেরদৌসী, কবি সজল দাশ, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সমেশ সরকার, টিসা ধর, মুমু চৌধুরী, অর্পা সেন।
সভায় আগরতলা থেকে ৬ গুণী কবি, সাহিত্যিক ও শিল্পীকে সংবর্ধনা স্মারক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি