ইনোভেশন শোকেসিং উদ্বোধনী অনুষ্ঠান

84

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিগত এক দশকে দেশ উন্নয়ন সূচকে অনেকদূর এগিয়ে গেছে। প্রতিটি উন্নয়ন সূচক দেশে এখন দৃশ্যমান। সরকারের নিরলস প্রচেষ্টায় পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী টানেল নির্মাণ, দোহাজারি টু ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্প, মিরসরাই অর্থনৈতিক জোন ও বে-টার্মিনালসহ অসংখ্য প্রকল্পের কাজ চলমান রয়েছে। গত ২৫ এপ্রিল সকাল ১০ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বিভাগীয় পর্যায়ে দু’দিনব্যাপী ইনোভেশন শোকেসিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগনের সামনে তুলে ধরাসহ মেধা ও বিভিন্ন উদ্ভাবনমূলক ধারনাকে কাজে লাগানোর জন্য ইনোভেশন শোকেসিং এর আয়োজন। সরকারের এটুআই এবং মন্ত্রী পরিষদ বিভাগের উদ্যোগে সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে ইনোভেশন শোকেসিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মানবিক বাংলাদেশ ছাড়া আমাদের মুক্তি নাই। আমরা সন্তানদেরকে নিয়ে আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে ইনোভেশন বিষয়ে প্রাধান্য দেয়া হচ্ছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি-বাকলিয়া) সাবরিনা মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ মফিদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি