ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন

39

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেন, মহিমান্বিত রমাদ্বানুল মুবারক মাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে তাকওয়া ও ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে এগিয়ে আসতে হবে। আমাদেরকে এমন একটি সমাজ গঠন করতে হবে যে সমাজে আমাদের মা-বোনেরা ঘরের ভেতরে-বাইরে সর্বত্র নিরাপদ থাকবে, যুবসমাজ চরিত্রবান হবে, মাদকমুক্ত দেশ হবে, দারিদ্রতা এমনভাবে বিদূরিত হবে যাকাতের টাকা নিয়ে গরিব মানুষের খোঁজে পথে-প্রান্তে ঘুরে বেড়াবে যাকাতদাতারা, রাষ্ট্রের নেতারা হবেন ন্যায়পরায়ন এবং দুর্নীতিমুক্ত, এমন একটি সোনালী সমাজ গঠনের জন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গা হতে ঐক্যের বাধনে আবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকে ক্ষমতা অর্জনকে প্রাধান্য না দিয়ে মানবিক ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গত ৮ জুন শনিবার বিকালে নগরীর বায়েজীদস্থ বাসভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর নেতাকর্মিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মুহাম্মদ নবী হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাদরাসা ছাত্রফ্রন্টের মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তাফা, মুহাম্মদ মুছা, মুহাম্মদ আদনান তাহসীন আলমদার, এইচ এম নাঈম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি