ইনজুরিতে তামিম ভারত সফর অনিশ্চিত

386

আগামী মাসেই ভারত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি টি- টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি আগামী ৩ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১৭ আক্টোবর ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরির কারণে ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের আগে অনাকাক্সিক্ষত ইনজুরিতে পড়ে যান তামিম। যে কারণে খেলতে পারেননি সে রাউন্ডের ম্যাচে। তখন জানা গিয়েছিল ইনজুরির মাত্রা খুব একটা গুরুতর নয় তামিমের। কিছুদিনের মধ্যেই ফিরতে পারবেন মাঠে। হঠাৎ করেই বৃহস্পতিবার জানা গেল এখনও সারেনি তামিমের ইনজুরি। তার ব্যথার ধরণ একটু জটিল হওয়ায় এটি সুস্থ হতে সময় লাগে একটু বেশি।
সংবাদমাধ্যমে জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী নিশ্চিত করে বলেন, তামিমের ইনজুরিটা আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি। তার যেহেতু পাজরে একটা ইনজুরি আছে তাই এটা সারতে এটু সময় লাগে। আপাতত তামিমকে ব্যথা বাড়ে এমন কাজ করতে নিষেধ করা হয়েছে। শুক্রবার ক্যাম্পে যোগ দিলে আবার দেখতে পারবো তামিমকে। এরপর আমরা ওর পরবর্তী মুভমেন্টাটা ঠিক করবো ওকে রেস্ট দেবো নাকি অনুশীলন চালিয়ে যেতে পারবে।