ইঞ্জি. খালেককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করুন

35

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেককে একুশে পদক এবং দৈনিক আজাদীকে স্বাধীনতা পদকে ভূষিত করার আহŸান জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ। গত ৫ নভেম্বর দৈনিক আজাদী ভবন সংলগ্ন বঙ্গবন্ধু ভবনের চট্টলবন্ধু এসএম জামাল উদ্দিন মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর চলতি বছর অধ্যাপক খালেদকে বঙ্গবন্ধু কন্যা স্বাধীনতা পদকে ভূষিত করেন। এছাড়া একুশের প্রথম কবিতার রচয়িতা কবি মাহবুব-উল-আলম চৌধুরীকে একুশে পদক প্রদান করেন। পাশাপাশি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদীকে সম্মান জানানো সরকারের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।
পরিষদ সভাপতি শিল্পপতি ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এসএম সিরাজুদ্দৌলা, অর্থ সম্পাদক মহসীন চৌধুরী, সহ-অর্থ সম্পাদক এটিএম শহীদুল্লাহ, অধ্যাপক খালেদ তনয় সাপ্তাহিক ¯েøাগান সম্পাদক মোহাম্মদ জহির প্রমুখ।
সভায় আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত এবং অধ্যাপক খালেদের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি