ইউরোর বাছাইপর্বের মিশন কাল থেকে

26

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ইউরো ২০২০ বাছাইপর্বের মিশন। বাছাইপর্ব থেকে উঠে আসা ২৪টি দল আগামী বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। ইউরোপের ১২টি দেশে মূল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথম সরাসরি কোনো দল মূল আসরে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি স্বাগতিক হিসেবেও বাড়তি কোনো সুবিধা কোন দলই পাচ্ছে না।
বাছাইপর্বে উয়েফার ৫৫টি দেশ সর্বমোট ১০টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এর মধ্যে ৬টি দল পাঁচটি গ্রুপে ও পাঁচটি দল পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপে প্রতিটি দল একে অপরের সাথে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল অর্থাৎ ২০টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে।
সনাতনী গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ ২০টি দলতো যাবেই, তবে বাকি চারটি পজিশনের জন্য প্লে-অফের নিয়ম এবার কিছুটা জটিল করা হয়েছে। গত বছর উয়েফার শীর্ষ সারির ৫৫টি দল নিয়ে প্রথমবারের চালু করা হয়েছে নেশন্স লিগ। দলগুলো তাদের অবস্থানের ভিত্তিতে চারটি টায়ারে (লিগ এ-ডি) চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। গ্রুপ পর্ব শেষে নেশন্স লিগের ১৬টি গ্রুপ বিজয়ী প্লে অফে খেলার ব্যপারে সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলেই কেবল তারা প্লে অফ খেলার সুযোগ পাবে।