ইউরোপকে আইস যোদ্ধাদের ফিরিয়ে নেওয়ার আহবান ট্রাম্পে

32

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া ৮শ’ যোদ্ধাকে ফিরিয়ে নিয়ে তাদের বিচার করার আহবান জানিয়েছেন। শনিবার রাতে এক টুইটে ট্রাম্প ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় মিত্রদেশগুলোকে সিরিয়ায় আইএস বিরোধী শেষ লড়াইয়ে ধরা পড়া ওইসব যোদ্ধাদের ফেরত নেওয়া এবং বিচার করার এ আহবান জানিয়ে বলেন, “ইসলামিক খিলাফতের পতন প্রায় হয়ে এসেছে। এসব যোদ্ধাকে ছেড়ে দিতে হলে তা ভাল ব্যাপার হবে না।”
সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আইএস এর পতনের এ অন্তিম মূহূর্তে ৮ শতাধিক যোদ্ধা ইউরোপের দেশগুলোতে চলে যেতে পারে। তারা ইউরোপে ঢুকে পড়ুক সেটি যুক্তরাষ্ট্র দেখতে চায় না। আমরা অনেক কিছু করেছি। অনেক খরচও করেছি। এখন অন্যদের পদক্ষেপ নেওয়ার সময়। তারা যা করতে পারে তা করুক। খিলাফত জয় করে আমরা পুরোপুরি এখান থেকে চলে যাব।’
যোদ্ধাদের ফেরানো না হলে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। তাছাড়া, কিছু বন্দি আইএস যোদ্ধার বিচার করা না গেলে তারা ইউরোপের জন্য ঝুঁকি হয়ে থেকে যেতে পারে বলেও ‘দ্য সানডে টেলিগ্রাফ’ পত্রিকায় আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিডিনিউজ