ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আলোচনা সভা

36

পার্বত্য জেলার শিক্ষিত বেকার যুবদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে জাপানে কর্মস্থানের লক্ষ্যে ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক আলোচনা সভায় মিলিত হয়। গত বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা আক্তার জাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাথোয়াই প্রূ মারমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রীতি চক্রবর্তী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কেয়ারগিভার প্রোগ্রামটির মাধ্যমে জাপানে দক্ষ জনবল প্রেরনের লক্ষ্যে সারাদেশের ন্যয় তিন পার্বত্য জেলা থেকেও শিক্ষিত বেকার যুবদের জাপানি ভাষা ও নার্সিং, মেডিকেল টেকনোলজির উপর দক্ষ করে সরকারীভাবে জাপানে চাকুরী পাওয়ার নিশ্চয়তা দেবে।